পোশাক শিল্পের সম্মানিত মালিক, শ্রমিক ,কর্মকর্তা, কর্মচারীবৃন্দ আপনাদেরকে নতুন যুগোপযোগী
“RMG Defenders” “পোশাক শিল্পের রক্ষা কবচ “নামে Total RMG Solution ERP Audit System এ স্বাগত।
আমরা সকলেই জানি পোশাকশিল্প অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত দিনগুলি যদি হিসাব করি অনেক গুলি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ইহাতে মালিকদের পাশাপাশি শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীগনও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বোপরি দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমার দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় এই প্রয়াসঃ “RMG Defenders” এই সফটওয়্যারটি আপনারা যথাযথভাবে ব্যবহার করলে, আপনাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অহেতুক খরচ যেমন কমে আসবে,
Details Cost Breakdown এর Accuracy র কারনে আপনার অনুমান ভিত্তিক Cost Breakdown এর পার্থক্যটি আপনার কাছে স্পষ্ট হয়ে আসবে।অর্থাৎ আপনি সম্পুর্ন সঠিক তথ্য পাওয়ায় আপনার সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই Software টিতে RMG প্রতিষ্ঠানের A to Z প্রত্যেকটি জায়গায় সঠিক তথ্য উদঘাটনের ব্যবস্থা আছে। ইহাতে খরচ কমার পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। তাই আমার দৃঢ় বিশ্বাস অন্ধকারে থেকে সাগরের মাঝখানে হাবুডুবু না খেয়ে সঠিক সময়ে
সঠিক সিদ্ধান্ত গ্রহনে সাহায্য করবে এবং সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
Defenders,Total এবং Audit শব্দ গুলি ব্যবহার করেছি অত্যন্ত সতর্কতার সাথে।
“RMG DEFENDERS” সফটওয়্যারটিতে Total RMG Solution ERP Audit System নামকরণের সার্থকতা পেতে হলে, আপনাদের ইহার ব্যবহার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে ভালো ডাক্তারের prescription অনুসারে ঔষধ কিনেও
সময়মত ঔষধ না খেয়ে অসুস্থ হওয়ার দায়দায়িত্ব কিন্তু ডাক্তারের না। ইহা নিজের উপর বর্তায়। তাই আপনাদের ইহার ব্যবহার দৃঢ়তার সাথে নিশ্চিত করতে হবে।
মনে রাখবেন শুধু ERP হলে হবে না , সব ডিজিটাল কিন্তু ডিজিটাল না । তাই ToSustainGoDigital .Not only digital accurately comprehensive digital.যাহা “RMG DEFENDERS “
প্রিয় ব্যবহারকারী বৃন্দ : প্রথমে Software টি দেখে হয়ত আপনাদের মনে হতে পারে, আপনাকে অনেক বেশী অতিরিক্ত কাজ করতে হবে।
তবে আমি ১০০% নিশ্চয়তা দিয়ে বলছি, এই কাজ গুলি আপনি প্রতিনিয়ত কাগজে কলমে বা Excel Sheet এ এলোমেলো ভাবে করছেন, যা করতে আপনাকে অনেক বেশি মনোযোগ এবং সময় দিতে হচ্ছে। তারপরও ভুল হওয়ার
সম্ভাবনা থেকে যায়। কিন্তু আপনি যদি নিষ্ঠা ও সততার সাথে Software টি ব্যবহার করেন,আপনার যেমন ভুল করার সুযোগ থাকবে না এবং ১ ঘন্টার কাজ ৩০ মিনিটে সম্পাদন করতে পারবেন। ইহাতে আপনার প্রতিষ্ঠানটি নিশ্চিত
অনিশ্চয়তা থেকে রক্ষা পেতে পারে । আশাকরি এই সত্যটি উপলব্ধি করে প্রত্যেকে আমার প্রত্যাশা পূরণে অগ্রনি ভূমিকা পালন করবেন। আমরা সাধারণত নতুনকে ভয় পাই তাই পুরাতন কে আকড়ে ধরে হাহুতাস করি। কিন্তু নিজেদেরকে
যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা করি না। মনে রাখবেন সময়ের প্রয়োজনে নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে পাল্টাতে হয়। নিশ্চয় আপনারা অবগত আছেন শুধু মোবাইল ফোনের কারনে কতগুলো জিনিস হারিয়ে যাচ্ছে
যেমনঃ ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর, ল্যান্ডফোন, সিডি প্লেয়ার ইত্যাদি ইত্যাদি । নিজেদেরকে তাই সময় উপযোগি করে গড়ে তোলার এই প্রচেষ্টায় আপনারা নিজেদের প্রয়োজন উপলব্ধি করবেন আমার বিশ্বাস।
বিশেষ দ্রষ্টব্য : মনে রাখবেন কোন অসাধু বা অযোগ্য লোকের কারনে কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়না , ক্ষতিগ্রস্থ হয় সৎ,যোগ্য এবং Management এর অন্ধ বিশ্বাস ,নিরবতা কিংবা উদাসিনতার কারনে ।
ধন্যবাদ সবাইকে ।
Md Abdul Jalil,
CEO
TDS Soft